ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাসনুভা তিশা-আরশ খানের ‘শেষ থেকে শুরু’

প্রকাশিত: ১৫:৪৫, ২৭ নভেম্বর ২০২৪  
তাসনুভা তিশা-আরশ খানের ‘শেষ থেকে শুরু’

‘শেষ থেকে শুরু’ নাটকের পোস্টার

ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনুভা তিশা ও আরশ খান। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘শেষ থেকে শুরু’ নামে একটি একক নাটকে। মামুনুর রশিদ তামিম রচিত এই নাটক পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জারসন বম।

এ নির্মাতা জানান, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত ‘শেষ থেকে শুরু’ নাটকটি ডিভাইন মাল্টিমিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

আরো পড়ুন:

আশা ব্যক্ত করে নির্মাতা জারসন বম বলেন, ‘‘দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘শেষ থেকে শুরু’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি, নাটকটি দর্শকরা উপভোগ করবেন।”

আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, মিমসহ অনেকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়