ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেড়শ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

প্রকাশিত: ১৭:৩৬, ২৭ নভেম্বর ২০২৪  
দেড়শ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

‘হাবুর স্কলারশিপ’ নাটকের দৃশ্য

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ দেড়শ পর্বে পা দিয়েছে। নাটকটি বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে।

গত ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের সাফল্যের পরই একই নামে নির্মিত হয় দীর্ঘ ধারাবাহিক। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে ধারাবাহিকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় বৈশাখী টেলিভিশন।

আরো পড়ুন:

এ নাটকের মাধ্যমেই জনপ্রিয়তা পান অভিনেতা রাশেদ সীমান্ত। এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। প্রযোজনা করেছে ‘মিড এন্টারপ্রাইজ’।  

রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন, তানজিকা আমিন, অহনা রহমান, শফিক খান দিলু, নীলা ইসলাম, হায়দার আলী, ম. আ সালাম, বিনয় ভদ্র, সাইকা আহমেদসহ একঝাঁক নতুন মুখ। ‘হাবুর স্কলারশিপ’ নাটকের শুটিং বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে চিত্রায়িত হয়েছে।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘‘সমান জনপ্রিয়তা নিয়ে হাবুর স্কলারশিপ নাটকটি দর্শক চাহিদা পূরণ করে এগিয়ে চলেছে জেনে ভালো লাগছে। নাটকে যেমন বিনোদন এবং হাস্যরস আছে, তেমনি আছে সমাজ সচেতনতা। ঘুণে ধরা এ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরাই নাটকের মূল প্রতিপাদ্য। ভালো নাটক হলে মানুষ যে এখনো দেখেন হাবুর স্কলারশিপ তার প্রমাণ।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়