ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৫, ২৯ নভেম্বর ২০২৪
বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া

সাবরিনা সুলতানা কেয়া

বিয়ে করলেন ঢাকাই সিনেমার নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার বরের নাম মোস্তাক কিবরিয়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

কেয়ার বর পেশায় ব্যবসায়ী। এ তথ্য উল্লেখ করে সাবরিনা সুলতানা কেয়া বলেন, “তেমন কোনো পরিকল্পনা ছিল না; হঠাৎ করেই বিয়েটা করা। পারিবারিকভাবেই সবকিছু হয়েছে। আমার ও মোস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক। দুই পরিবারের ইচ্ছাতেই বিয়ে হয়েছে।”

আরো পড়ুন:

দোয়া চেয়ে সাবরিনা সুলতানা কেয়া বলেন, “আমাদের নতুন সংসার জীবনের জন্য সবাই দোয়া করবেন। বাকিটা পথ যেন একসঙ্গে পাড়ি দিতে পারি।”

প্রেম করে বিয়ে করলেন কিনা জানতে চাইলে সাবরিনা সুলতানা কেয়া বলেন, “একদমই না; সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্যও সময় পাইনি। বিয়ের সময়ে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।”

সাবরিনা সুলতানা কেয়ার মা অসুস্থ। তাই এখনই মধুচন্দ্রিমায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান এই অভিনেত্রী।

২০০১ সালে ‘কঠিন বাস্তব’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন কেয়া। এরপর ‘রংবাজ বাদশা’, ‘ভালোবাসার শত্রু’, ‘আন্ডারওয়ার্ল্ড’, ‘নষ্ট’, ‘সাহসী মানুষ চাই’-এর মতো  বেশকিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেন তিনি। ২০০৫ সালের পর সিনেমায় খানিকটা অনিয়মিত হয়ে পড়েন কেয়া। ২০১৫ সালে মুক্তি পায় ‘ব্লাক মানি’ সিনেমা। এরপর দীর্ঘদিন চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। ২০২১ সালে ‘ইয়েস ম্যাডাম’ নামে একটি নতুন চলচ্চিত্রের কাজ করেন। তার অভিনীত ‘কাঠ গোলাপ’ সিনেমা সেন্সরজনিত জটিলতায় আটকে আছে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়