ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:২৭, ২ ডিসেম্বর ২০২৪
অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত

‘টুয়েলভথ ফেল’ সিনেমার দৃশ্যে বিক্রান্ত ম্যাসি

৩৭ বছর বয়সে অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। রবিবার (১ ডিসেম্বর) রাতে ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন বিক্রান্ত।

অভিনয়কে বিদায় জানানোর তথ্য উল্লেখ করে বিক্রান্ত ম্যাসি লেখেন, “গত কয়েক বছর দারুণ কেটেছে। সবার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি, ততই উপলদ্ধি করছি, আমার বাড়ি ফেরার সময় হয়েছে। একজন স্বামী, বাবা, সন্তান এবং একজন অভিনেতা হিসেবেও।”

আরো পড়ুন:

অভিনয়ে পুনরায় ফেরার ইঙ্গিত দিয়েছেন বিক্রান্ত। তবে তা অনিশ্চিত। বিক্রান্ত ম্যাসির ভাষায়, “সুতরাং ২০২৫ সালে আমরা শেষবারের মতো দেখা করব। যতক্ষণ না সঠিক সময় মনে না হয়! শেষ দুটো সিনেমা এবং অনেক বছরের স্মৃতি। আবারো ধন্যবাদ। সবকিছুর জন্যই চিরঋণী।”

বিক্রান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’। গত ১৫ নভেম্বর মুক্তি পায় এটি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের গুজরাটের গোধরায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়; যাদের অধিকাংশই ছিল হিন্দু তীর্থযাত্রী। ওই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়; যাদের অধিকাংশ ছিল মুসলিম। সেই ঘটনা নিয়ে নির্মিত হয় এই সিনেমা। এতে অভিনয়ের জন্য টানা হত্যার হুমকি পেয়েছেন বিক্রান্ত। অভিনয় ছাড়ার সঠিক কারণ ব্যাখ্যা করেননি বিক্রান্ত। তবে তার ভক্তদের ধারণা, প্রাণনাশের হুমকি পাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বিক্রান্ত।

২০০৭ সালে হিন্দি টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বিক্রান্ত ম্যাসি। ২০১৩ সালে ‘লুটেরা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এরপর ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’, ‘কার্গো’, ‘ফরেনসিক’, ‘গ্যাসলাইট’-এর মতো সিনেমায় অভিনয় করেন। তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়