ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’

প্রকাশিত: ১৮:১৪, ৩ ডিসেম্বর ২০২৪  
আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’

তাসনুভা তিশা ও আরশ খান

কিছুদিন আগে ‘আহত ভালোবাসার ঘ্রাণ’ শিরোনামে একটি একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেন আরশ খান ও তাসনুভা তিশা। এবার মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল নাটকটি।

নাটকটি নির্মাণ করেছেন এম এইচ রাসেল। রচনা, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সিফাত হোসেন। আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন বাসার বাপ্পি, শম্পা নিজাম, মিলি মুন্সি, রুবাইয়া আরফিন প্রমুখ।

আরো পড়ুন:

এ নাটক প্রসঙ্গে নির্মাতা এম এইচ রাসেল বলেন, “আহত ভালোবাসার ঘ্রাণ’ নাটকটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, নাটকটা খুবই ভালো যাবে। নাটকটির গল্প অনেক সুন্দর।”

মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন জীশান সুলতানুজ জামান।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়