ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫১, ৬ ডিসেম্বর ২০২৪
বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

বরের সঙ্গে তানজিকা আমিন

বিয়ে করলেন ‘মহানগর’খ্যাত অভিনেত্রী তানজিকা আমিন। তার বরের নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছর ধরে অস্ট্রেলিয়া থাকেন তিনি। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

হঠাৎ বিয়ে করার ব্যাপারে তানজিকা আমিন বলেন, “আমি কখনো ভাবিনি যে জীবনে একা থাকব। সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি।”

আরো পড়ুন:

মায়ের বিয়ের ৪০ বছরের পুরোনো শাড়িতে বধূ সাজেন তানজিকা

প্রেম করে বিয়ে করলেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তানজিকা আমিন বলেন, “আজ জুমার আগে আমাদের শুধু আকদ হয়েছে। একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরাও উপস্থিত ছিলেন। সাইফকে ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।”

আরো পড়ুন: ‘আমি আর দিব্য মানুষের মনে গেঁথে যাব তা প্রত্যাশা করিনি’

২০১৮ সালে সাইফের সঙ্গে পরিচয় তানজিকার। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বিয়ের বাকি আনুষ্ঠানিকতার পর দেশে থাকবেন নাকি অস্ট্রেলিয়ায় চলে যাবেন? এমন প্রশ্নের জবাবে তানজিকা আমিন বলেন, “অভিনয় আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।”

‘বন্ধুকে’ বিয়ে করার কথা কবে ভাবলেন? এ বিষয়ে তানজিকা আমিন বলেন, “দুই মাস আগে ভাবলাম। তবে বিষয়টা পুরোপুরি পরিবারের মধ্যে ছিল। সাইফকে আমার মা আগে থেকেই চিনতেন, ওকে মায়ের খুব পছন্দ। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার ওপর চাপ ছিল। একটা সময় পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও ওকে ভালো লাগত।”

বরের সঙ্গে তানজিকার আনন্দঘন মুহূর্ত

বলে রাখা ভালো, তানজিকা আমিনের এটি দ্বিতীয় সংসার। এক যুগ আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই সংসার বিয়ের কয়েক বছর পরই ভেঙে যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়