ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমণির চমক, আসছে ‘ফেলুবক্সী’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:১৬, ৭ ডিসেম্বর ২০২৪
পরীমণির চমক, আসছে ‘ফেলুবক্সী’

ঢাকাই সিনেমার গ্ল্যামারকন্যা পরীমণি। আসছে নতুন বছরের জানুয়ারিতেই তার ‘ফেলুবক্সী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমনি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। সেখানে লিখেছেন, আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে।

‘ফেলুবক্সী’তে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। এছাড়া আরো আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

‘ফেলুবক্সী’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে পরীমণি বলেন, “মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, মুক্তির পর দর্শক ভালো বলতে পারবেন।”

এদিকে ‘ফেলুবক্সী’ সিনেমার পরিচালক দেবরাজ সিনহা সিনেমাটি সম্পর্কে বলেছেন, “ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার সিনেমা। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করবো দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।”

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়