ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিগবাজি থেকে নিউ ইয়র্ক সিটিতে জায়েদ খান!

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৯ ডিসেম্বর ২০২৪  
ডিগবাজি থেকে নিউ ইয়র্ক সিটিতে জায়েদ খান!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে তিনি অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন। সেসব ছবি ও ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন এই নায়ক। তেমনই এক ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন তিনি।  

ভিডিওর ক্যাপশনে লিখেছেন: ‘ডিগবাজি থেকে নিউ ইয়র্ক সিটিতে। ঠিকানায় সবার সাথে দেখা হবে, আগে কখনো দেখা হয়নি এমন শোতে। জায়েদ খান ২.০, বেবি!’

জায়েদ খান উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় সেলিব্রেটিদের নিয়ে টক শো উপস্থাপনা করবেন তিনি। খুব শিগগির অনুষ্ঠানটির প্রচার শুরু হবে বলে জানা গেছে।  

বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন জায়েদ খান। নানা কর্মকাণ্ডের কারণে ‘ভাইরাল বয়’ তকমা পেয়েছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে নিয়ে আলোচনায় ভাটা পড়লেও কাজ থেমে নেই এই নায়কের। বিদেশের মাটিতে শো, অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা মিলছে তার। 

জায়েদ খান বলেন, “প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায় আছি। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে।”

তিনি আরো বলেন, “বিদেশের মাটিতে ‘ঠিকানা’ দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।”

জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় সিনেমাটি। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি প্রমুখ।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়