ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিচির নতুন যাত্রা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৪
রিচির নতুন যাত্রা

রিচি সোলায়মান

অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত মডেল-অভিনেত্রী রিচি সোলায়মান। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন। এবার উদ্যোক্ত হিসেবে যাত্রা শুরু করলেন ‘খোয়াবনামা’খ্যাত এই অভিনেত্রী।

রাজধানীর উত্তরায় একটি বিউটি স্যালুন চালু করেছেন রিচি সোলায়মান। ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানটি উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত। আপাতত এখানেই বেশি সময় ব্যয় করবেন বলে জানিয়েছেন এই অভিনয়শিল্পী ও মডেল।

আরো পড়ুন:

অভিব্যক্তি প্রকাশ করে রিচি সোলায়মান বলেন, “এই যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি।”

নিজের ব্যবসা প্রতিষ্ঠান মন দিয়ে পরিচালনা করতে চান রিচি সোলায়মান। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমি যখন অভিনয় করেছি; আন্তরিক ও নিবেদিত প্রাণ হিসেবেই করেছি। যখন আমি মা হয়েছি, তখন বাচ্চাদের লালন–পালন ছাড়া বাকি সব বন্ধ করে দিয়েছি। কারণ তখন আমি খুব ভালো একজন মা হতে চেয়েছি। এখন যেহেতু অভিনয় কম করছি, ভাবলাম নতুন কিছু করি, যেটা নিয়ে আমি ব্যস্ত থাকব। একই সঙ্গে এটা কিছুটা আমার কাজের সঙ্গে সম্পর্কিতও। সে জায়গা থেকে মনে হলো, আমি যদি বিউটি স্যালুনজাতীয় কিছু একটা করি, সেখানে আমি উদ্যোক্তা তো হবোই, সামাজিকভাবে সমাজে কিছুটা হলেও অবদান রাখতে পারব।”

উদ্যোক্ত হওয়ার মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন রিচি। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরো বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে।” 

১৯৮৯ সালে বিটিভিতে প্রচারিত ‘ইতি আমার বোন’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন রিচি সোলায়মান। ১৯৯৮ সালে ‘বেলা ও বেলা’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। তারপর অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেকুর রহমান মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচি। তার বর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়