ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছেলেকে নিয়ে ঘুরছেন রাজ, পরীমণি-রাজের সম্পর্কে বরফ গলেছে?

প্রকাশিত: ১৬:২৪, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩০, ৩১ ডিসেম্বর ২০২৪
ছেলেকে নিয়ে ঘুরছেন রাজ, পরীমণি-রাজের সম্পর্কে বরফ গলেছে?

পুণ্য, রাজ ও পরীমণি

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণি ভালোবেসে বিয়ে করেন নায়ক শরিফুল রাজকে। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২২ সালের ১০ আগস্ট তাদের কোলজুড়ে আসে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। কিন্তু এর এক বছর পরই দাম্পত্য জীবনের ইতি টানেন রাজ-পরী।

সংসার ভাঙার পর সন্তানকে নিয়ে পরীমণির নতুন পথচলা শুরু হয়। অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবা রাজ। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরীমণি জানান, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি রাজ। সবটাই সামলাতে হয়েছে তাকে। এমনকি বিশেষ কোনো দিনেও ছেলের পাশে দেখা যায়নি বাবা রাজকে। আর এসব নিয়ে প্রাক্তন স্বামীর প্রতি ক্ষোভও ছিল পরীমণির। তবে এবার যেন ভিন্ন চিত্র দেখা গেল।

আরো পড়ুন:

সোমবার (৩০ ডিসেম্বর) রাজ তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, ছেলেকে নিয়ে ঘুরছেন বাবা রাজ। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটি করছে বাবা-ছেলে।

রাজ এই ভিডিওর ক্যাপশনে লেখেন, “আমার ছেলের প্রতি আমি কীভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।” পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানান রাজ।

এদিকে, রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজেনরা। বাবা-ছেলেকে একসঙ্গে দেখে অনেকেই বলছেন, “তবে কি আবারো সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর?” আবার কেউ কেউ ধারণা করছেন, “হয়তো সন্তানের টানে সম্পর্কের বরফ গলছে রাজ-পরীমণির।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়