ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৩, ২ জানুয়ারি ২০২৫  
লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা

নন্দিত নায়িকা অঞ্জনা রহমান টানা ৯ থেকে ১০ দিন ধরে হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন। হঠাৎ অসুস্থ হলে গত ২৪ নভেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ক’দিন তিনি সিসিইউতে ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তার আশানুরূপ কোনও উন্নতি হয়নি। বরং ক্রমশ অভিনেত্রীর অবস্থার অবনতি হচ্ছে। অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

অঞ্জনার পরিবারের সদস্য নিশাত মনি বুধবার (০১ জানুয়ারি) রাতে জানিয়েছেন, শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

আরো পড়ুন:

জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

উল্লেখ্য, অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন থেকে পর্দার আড়ালে। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।

 

ঢাকা/রাহাত/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়