ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ জানুয়ারি দেখা যাবে রিয়েলির ‘মেকআপ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৭ জানুয়ারি ২০২৫  
১০ জানুয়ারি দেখা যাবে রিয়েলির ‘মেকআপ’

নিপা আহমেদ রিয়েলি

নবাগত চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। এরই মধ্যে তার অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার অভিনীত ‘মেকআপ’ সিনেমা আগামী ১০ জানুয়ারি সারাদেশে মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান।

অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। চার বছর আগে সিনেমাটি নির্মাণ করা হয়। সেন্সর বোর্ড থেকে দুইবার ব্যর্থ হওয়ার পর গত ১৭ ডিসেম্বর মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

আরো পড়ুন:

চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি

‘মেকআপ’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে নিপা আহমেদ রিয়েলি বলেন, “পরিচালক চেয়েছিলেন এই সিনেমার জন্য একটা নতুন মুখ। সেখান থেকেই তিনি আমাকে বাছাই করেন। গল্পটা শোনার পর আমারও খুব ভালো লাগে।”

সিনেমাটির গল্প প্রসঙ্গে নিপা আহমেদ রিয়েলি বলেন, “একটা পিওর রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। একটা সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয় এবং মাঝপথের বিভিন্ন ঘটনা নিয়ে এগিয়েছে কাহিনি। তার স্টারডম ধরে রাখার জন্য সে যে পরিশ্রম করে এগুলো মনে হয় আমি এখান থেকেই শিখেছি। আর আমার দুই কো-আর্টিস্ট তারিক আনাম এবং জিয়াউল রোশান চমৎকার অভিনয় করেছেন।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়