ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দোসর সিনেমাতে কাজ করতে চাননি প্রসেনজিৎ, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৬, ৮ জানুয়ারি ২০২৫
দোসর সিনেমাতে কাজ করতে চাননি প্রসেনজিৎ, কিন্তু কেন?

প্রসেনজিৎ চ্যাটার্জি

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ মূলত রোমান্টিকতার জন্য দর্শক নন্দিত। তার ব্যক্তিগত পছন্দও রোমান্টিক ঘরানার চরিত্র রূপায়ন করা। কিন্তু একদিন একটি ব্যতিক্রম স্ক্রিপ্ট নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে হাজির হন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। পুরো গল্প শুনে প্রসেনজিৎ সিনেমাটিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক পর্যায়ে রাজি হন। আর এই  সিনেমাটি তার আন্তর্জাতিক পরিমন্ডলেও পরিচিতি এনে দেয়।

পুরো ক্যারিয়ারে কোন চরিত্রটি রূপায়ন সবচেয়ে কঠিন ছিলে? এই প্রশ্নের  উত্তরে সৌরভ গাঙ্গুলিকে প্রসেনজিৎ বলেন, ‘‘দোসরে কাজ করার সময়টা আমি রোমান্টিক ঘরানার সিনেমাতে কাজ করি। দোসরে কাজ করা আমার জন্য কঠিন ছিল। সাধারণত কোনো হিরো নেগেটিভ রোলে কাজ করতে রাজি হন না। শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয় করলাম। কান চলচ্চিত্র উৎসবে যখন সিনেমাটি দেখানে হয়, তখন আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। স্বাভাবিকভাবে আমার সিনেমা যখন সিনেমাহলে চলে সেখানে উপস্থিত থাকলেও আমি ভেতরে থাকি না,  সিনেমা চললে আমার খুব টেনশন হয়, আমি বাইরে দাঁড়িয়ে থাকি। কানেও তাই ঘটেছিল। কিন্তু একজন বিদেশি মহিলা একেবারে আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ওই ভদ্রমহিলা যদি বেঁচে থাকতো তাহলে আপনি কি আপনার বউয়ের কাছে ফিরতেন? ভদ্রমহিলা বোধহয় নিজের কোনো বিষয়ে উত্তর খুঁজছিলেন। তো আমি বললাম, আমি জানি না ডিরেক্টর আছে উনাকে জিজ্ঞেস করুন। এটা আমার কাছে মনে হয়েছিল খুব কঠিন একটা কাজ। ’’

আরো পড়ুন:

উল্লেখ্য, দোসর সিনেমাতে কৌশিক চরিত্রটি রূপায়ন করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। কাবেরি  চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা। এই জুটির একটি সুখী দাম্পত্য জীবন থাকে। কিন্তু প্রসেনজিৎ ভালোবাসতেন আরও একজনকে। যিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান— যার মৃত্যুতে বদলে যান প্রসেনজিৎ, তাদের পারিবারিক সম্পর্কে এই প্রভাব পরে। কার্যত প্রশ্ন তৈরি হয়, যদি প্রেমিকার মৃত্যু না হতো তাহলে কী হতো?

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়