ঢাকা     বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৯ ১৪৩১

প্রখ্যাত পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:৩৪, ১৭ জানুয়ারি ২০২৫
প্রখ্যাত পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন

ডেভিড লিঞ্চ

মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন। গত ১৫ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডেভিডের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। এ নির্মাতার পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমটিকে বলেন, “ডেভিড লিঞ্চ গত বুধবার তার মেয়ের বাড়িতে মারা গেছেন। লস অ্যাঞ্জেলেসে দাবানল ছড়িয়ে পড়ার পর মেয়ের বাড়িতেই ছিলেন তিনি।”

ডেভিড লিঞ্চের ভেরিফায়েড ফেসবুকে তার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দিয়েছে পরিবারের সদস্যরা। তাতে বলা হয়েছে, “গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছি, শিল্পী ডেভিড লিঞ্চ মারা গেছেন। এই সময়ে গোপনীয়তা রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তার অনুপস্থিতি পৃথিবীতে বড় শূন্যতা তৈরি করেছে।”

আরো পড়ুন:

গত বছরের আগস্টে ডেভিড লিঞ্চ জানিয়েছিলেন, অনেক বছর ধরে ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

সব মাধ্যমে কাজ করেছেন প্রখ্যাত এই নির্মাতা। তার নির্মিত পরাবাস্তববাদী কাল্ট ক্ল্যাসিক সিনেমা ‘মুলহোল্যান্ড ড্রাইভ’, ‘টুইন পিকস’-এর জন্য অধিক পরিচিত। তার উল্লেখযোগ্য অন্য কাজগুলো হলো— ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’, ‘লস্ট হাইওয়ে’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়