‘হাজারো চাঁদনি রাত তোমার হাত ধরে কাটাতে চাই’
রুকাইয়া জাহান চমক
গত বছরের জুনে আজমান নাসিরের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ৯ টাকা দেনমোহরে বিয়ে করে চমক দিয়েছিলেন চমক। সোমবার (২০ জানুয়ারি) চমকের স্বামীর জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন তার।
বিশেষ এই দিনে স্বামীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন চমক। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে ফেসবুককে বেছে নিয়েছেন। দীর্ঘ এক স্ট্যাটাসে স্বামীর হাত ধরে হাজার বছর কাটিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
স্বামীর সঙ্গে চমক
রুকাইয়া জাহান চমক লেখেন, “প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। এই পৃথিবীতে তোমার উপস্থিতি আমার জন্য আনন্দের, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু তোমাকে বলতে চাই, চা হাতে হাজারো সূর্যাস্ত আমরা উপভোগ করতে চাই। হাজারো সকালের উষ্ণ আলিঙ্গনে মেতে থাকতে চাই। মধ্যরাতে আমাদের পাগলামি আর খুবই সাধারণ ও অর্থহীন বার্তা চালাচালি চলুক। হাজারো কফি ডেটে যেতে চাই।”
হাজারো চাঁদনি রাত স্বামীর হাত ধরে কাটানোর অভিপ্রায় ব্যক্ত করে চমক লেখেন, “কে তোমার ছবি পছন্দ করল, তা নিয়ে ঝগড়া চলুক। উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালিয়ে ঘুরে বেড়ানো। আমাদের পছন্দের গান শোনা। একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা। তোমার সঙ্গে মিলে অদ্ভুত সব রান্না করা। কারণ ছাড়াই তোমাকে বিরক্ত করা। হাজারো চাঁদনি রাত তোমার হাত ধরে কাটাতে চাই। এভাবেই আমার জীবনটা তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেক অনেক অনেক শুভকামনা। শুভ জন্মদিন।”
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন চমক। কিন্তু এ আসরে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল চমকের বিরুদ্ধে। গুঞ্জন শোনা যায়, চমক বিবাহিত। ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম খান এইচ কবির। তাদের কয়েকটি ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল।
চমক
পরবর্তীতে চমক দাবি করেছিলেন— ‘ছবির ছেলেটি তার প্রেমিক।’ এসব বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন চমক। তবে অতীত ভুলে বিবাহিত জীবনে দারুণ সময় উদযাপন করছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত