ঢাকা     বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৬ ১৪৩১

চলচ্চিত্রে গাইলেন মোশাররফ করিম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:০৫, ২৩ জানুয়ারি ২০২৫
চলচ্চিত্রে গাইলেন মোশাররফ করিম

মোশাররফ করিম

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সুনিপুণ অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। এতদিন ভক্তরা তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এবার অভিনেতার গাওয়া গান শুনতে পাবেন তারা। প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোশাররফ করিম।

‘ভালো লাগে না’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানটির কথা ও সুর করেছেন মোশাররফ করিম নিজেই। বেশ আগে গানটি রচনা করেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি।

পরিচালক ফজলুল কবীর তুহিন গণমাধ্যমে বলেন, “প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই আমরা। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, দৃশ্যের সঙ্গে গানটি দারুণ মানিয়ে যাবে।”

আরো পড়ুন:

পরের ঘটনা বর্ণনা করে ফজলুল কবীর তুহিন বলেন, “গানটি সিনেমায় ব্যবহারের জন্য মোশাররফ করিম ভাইকে জানাই। প্রস্তাব শুনে জানতে চান, গানটি গাইবে কে? তখন বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি দেন। এরপরই আমরা গানটি রেকর্ড করি।”

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়