ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসায় নিজেকে গুটিয়ে নিলেন গৌরি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১২:০৩, ১৫ মার্চ ২০২৫
প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসায় নিজেকে গুটিয়ে নিলেন গৌরি

গৌরি ও আমির

বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান ১৪ মার্চ একষট্টিতে পা রেখেছেন। জন্মদিনে নতুন প্রেমিকার নাম গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতা। আমির খান তার নতুন প্রেমিকা গৌরি স্প্রাটের নাম প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছিলেন, তা হলো গৌরির ছবি তোলা যাবে না। ছবিশিকারীরা আমির খানের অনুরোধ রেখেছেন। 

কিন্তু রাতারাতি আলোচনায় চলে এসেছেন গৌরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোঁজ চলছ। প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলেছেন তিনি। 

উল্লেখ্য, গৌরি স্প্রাটকে দীর্ঘ ২৫ বছর ধরে চেনেন আমির খান।ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে ডেট করছেন গৌরী ও আমির। গৌরি স্প্রাট ভারতের বেঙ্গালুরুর অধিবাসী। তার মা তামিল আর বাবা আইরিশ। যুক্তরাজ্যের লন্ডনে ফ্যাশন অ্যান্ড স্টাইলিং বিষয়ে পড়াশোনা করেছেন গৌরি। বর্তমানে হেয়ার ড্রেসিংয়ের কাজও করেন, মুম্বাইয়ে নিজের একটি সেলুন রয়েছে। এ ছাড়া এখন আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করেন গৌরি। গৌরির ৬ বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়