ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনিশ্চয়তা বরবাদ করে ঈদে আসছে শাকিবের ‘বরবাদ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৪১, ২৫ মার্চ ২০২৫
অনিশ্চয়তা বরবাদ করে ঈদে আসছে শাকিবের ‘বরবাদ’

‘বরবাদ’ সিনেমার দৃশ্য

সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগে নানা গুঞ্জন চাউর হওয়ায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সব জল্পনা-কল্পনার পর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে, ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আর বাধা নেই। এসব তথ্য নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ।

সোমবার (২৪ মার্চ) ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে মঙ্গলবার (২৫ মার্চ) পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘বরবাদ’। দুপুর ১২টা থেকে সিনেমাটির সংশোধিত কপি দেখেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। এরপরই ছাড়পত্র দেওয়া হয়। 

আরো পড়ুন:

এ বিষয়ে কাজী নওশাবা আহমেদ বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাই সিনেমাটির সংশোধিত কপি দেখে ছেড়ে দেওয়া হয়েছে।” 

এর আগে ‘বরবাদ’ সিনেমার আনকাট সেন্সরশিপ দাবি করে বিভিন্ন তারকা সামাজিক যোগাযোমাধ্যমে প্রতিবাদী পোস্ট দেন। চিত্রনায়ক সিয়াম আহমেদ লেখেন, “একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি, যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া! ‘বরবাদ’ আমি, আমরা সিনেমা হলে দেখতে চাই। এই ঈদে দর্শক ‘জংলি’, ‘বরবাদ’, ‘দাগী’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ দেখতে সিনেমা হলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবি— হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনোটাই দেয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।”

প্রতিবাদ জানিয়ে কী-বোর্ডে হাত রাখেন চিত্রনায়িকা তমা মির্জাও। তিনি লেখেন, “কী যে বলেন বুঝি না! সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখি প্রতিদিন, এর থেকে বেশি একটা মুভিতে কী আর দেখাবে? আমরা চাই ‘বরবাদ’ সিনেমা হলে আসুক।”    

অন্যদিকে চিত্রনায়িকা শবনম বুবলী ফেসবুকে স্ট্যাটাস দেন। তাতে তিনি লেখেন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্নপূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয়, যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়! আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই, তেমনি ‘বরবাদ’, ’দাগী’, ‘জ্বীন-৩’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক। আশা করছি, ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে ‘বরবাদ’ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবে।”

বলা দরকার, ঈদুল ফিতরকে সামনে রেখে পুরোদমে চলছিল শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রচার-প্রচারণা। এরই মধ্যে মোশন পোস্টার থেকে শুরু করে প্রকাশ পেয়েছে চরিত্রের লুক। এমনকী, টিজার-গানও মুক্তি পেয়েছে। কিন্তু হঠাৎ সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

খোঁজ নিয়ে জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পাওয়ার পর সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে পারবেন। কিন্তু সেই নথিপ্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। তবে এবার আর কোনো অনিশ্চয়তা নেই, সব গুঞ্জন বরবাদ করে ঈদে আসছে ‘বরবাদ’।

মেহেদী হাসানের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়