ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থী হত্যায় উত্তাল নেট পাড়া, ওমর সানির ক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২১ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:৫৭, ২১ এপ্রিল ২০২৫
শিক্ষার্থী হত্যায় উত্তাল নেট পাড়া, ওমর সানির ক্ষোভ

ওমর সানি

রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বর্বর হামলায় নিহত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। ময়মনসিংহের এই তরুণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২২৩ তম ব্যাচের ছাত্র ছিলেন।

এ ঘটনার পরপরই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, শুরু হয় তীব্র জনরোষ। মানুষ বিচারের দাবিতে একযোগে সরব হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি।

আরো পড়ুন:

ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, “মেয়ে দেখে কেউ হাসল, কেউ কাঁদল— এতেই কি একটা প্রাণ চলে যাবে? রাষ্ট্র মেয়ে দু’টার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছে তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক, অসুবিধা নাই। রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।”

ঘটনার সূত্রপাত হয়, দুই বহিরাগত মেয়েকে দেখে হাসাহাসির জেরে। অভিযোগ উঠেছে, ওই দুই তরুণীর অভিযোগের ভিত্তিতেই বহিরাগতদের একটি দল পারভেজ ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। নির্মম এ ঘটনার পর আহত পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গত ১৯ এপ্রিল, রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়