ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে অজিত কুমার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৩০ এপ্রিল ২০২৫  
হাসপাতালে অজিত কুমার

অজিত কুমার

তামিল সিনেমার সুপারস্টার অজিত কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) পায়ের ইনজুরি নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। খবর ইন্ডিয়া টুডের।

অজিতের টিমের একজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাজের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছেন। গত ২৮ এপ্রিল ভারতের রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করতে দিল্লিতে যান ৫৩ বছরের অজিত। গত ২৭ এপ্রিল চেন্নাই এয়ারপোর্টে উৎসুক মানুষের চাপে পায়ে আঘাত পান তিনি। পরিবারসহ দিল্লি থেকে ফিরে হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।

আরো পড়ুন:

সূত্রটি ইন্ডিয়া টুডে-কে বলেন, “অজিতকে দেখে চেন্নাই বিমানবন্দরে উৎসুকজনতা ভিড় করে। এসময় অজিত কুমার স্যার পায়ে সামান্য আঘাত পান। তাই তাকে ফিজিওথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সন্ধ্যায় অভিনেতাকে ছেড়ে দেওয়া হতে পারে। তার স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই।”

অজিত কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুড ব্যাড আগলি’। এটি পরিচালনা করেন আধিক রবিচন্দ্রন। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়