ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘একদিন দেখি পশুরমতো ঘরের কোণে বসে কাঁপছে ববি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ১ মে ২০২৫   আপডেট: ০৮:১১, ১ মে ২০২৫
‘একদিন দেখি পশুরমতো ঘরের কোণে বসে কাঁপছে ববি’

বলিউডের অন্যতম সাড়া জাগানো অভিনেত্রী পারভীন ববি। সত্তর ও আশির দশকে রূপ ও অভিনয় গুণে দর্শক মাতিয়েছেন। স্বাধীনচেতা এই নায়িকা পর্দায় হাজির হয়ে দর্শকদের কাছ থেকে পেয়েছিলেন ‘সেক্স সিম্বল’ তকমা।

পারভীন ববির একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেছে। তার প্রেমিকের তালিকায় ছিলেন অভিনেতা ড্যানি ডেনজংপা, কবির বেদি, নির্মাতা মহেশ ভাট। আলিয়া ভাটের বাবা মহেশ ভাট ববির সঙ্গে তার সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন। পারভীন ববির সঙ্গে তার প্রেম-বিচ্ছেদ নিয়ে বিবিসি হিন্দির সঙ্গে কথা বলেছেন বরেণ্য এই পরিচালক।

মহেশ ভাটের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে পারভীন ববির বিয়ে হয়েছিল। এ তথ্য উল্লেখ করে মহেশ ভাট বলেন, “পারভীন ববি বিবাহিত— এ তথ্য জানার আগেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। তার মা জুনগড় থেকে আসতেন, তখন মাঝে মাঝে এই বিষয়ে আলোচনা করতেন তিনি। কিন্তু ততদিনে আমরা সম্পর্কে জড়িয়ে পড়েছি। আমি তার (ববি) সঙ্গে থাকতাম। তারপর জানতে পারি, ববির একবার বিয়ে হয়েছিল। এরপর লোকটি (ববির স্বামী) পাকিস্তানে চলে যায়।”

এর কয়েক বছর পর কারা ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পাকিস্তানে যান মহেশ ভাট। তখন পারভীন ববির স্বামী তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা আর হয়ে উঠেনি বলেও জানান মহেশ ভাট।

লিভ-টুগেদার করার কারণে পারভীন ববির বিভিন্ন পরিস্থিতি সামনে থেকে দেখেছেন মহেশ ভাট। তা জানিয়ে এই নির্মাতা বলেন, “আমি তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখেছি। আমিও তার সঙ্গে এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। আপনার সামনে যখন কাউকে ভেঙে পড়তে দেখেন…।”

সিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ, যা অনেকেই অবহেলা করে এড়িয়ে চলেন। কিন্তু চিকিৎসা না হলে এই রোগ বিপজ্জনক হতে পারে। এমনকি হত্যা বা আত্মহত্যার ঝুঁকিও তৈরি হয়। পারভীন ববি এই রোগে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে মহেশ ভাট বলেন, “সকালবেলায় আমি তাকে মেকআপ করে শুটিংয়ের জন্য বেরিয়ে যেতে দেখেছি। কিন্তু সন্ধ্যায় যখন আমি ফিরে আসি, তখন দেখি পশুরমতো ঘরের এককোণে বসে কাঁপছে ববি। সে বারবার বলছিল, ‘কেউ আমাকে মেরে ফেলবে।’ আসলে সে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিল।”

পারভীন ববির সঙ্গে সম্পর্কের ইতি টানার কারণ ব্যাখ্যা করে মহেশ ভাট বলেন, “আমি বুঝতে পারছিলাম ববি আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে। আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। কিন্তু সেই পুরো চক্রটি থেকে তাকে বের করার শক্তি আমার ছিল না। এরপর আমরা আলাদা হয়ে যাই।”

১৯৭২ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন পারভীন ববি। তখনই সুযোগ পান অভিনয়ের। এর পরের বছর মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘চরিত্র’। অর্থাৎ ১৯৭৩ সালে এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। অভিনয় ক্যারিয়ারে ‘মজবুর’, ‘দিওয়ার’, ‘সুহাগ’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কালা পাথর’, ‘শান’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি।  

পারভীন ববিই প্রথম বলিউড তারকা, যে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হন। ১৯৭৬ সালের ১৯ জুলাই সাময়িকীটির ইউরোপীয় সংস্করণের প্রচ্ছদে দেখা যায় তাকে।

অভিনেতা ড্যানি, কবির বেদি এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গে পারভীন ববির প্রেমের খবর চাউর হয়েছিল। পরিচালক মহেশ ভাটের সঙ্গে শেষমেশ প্রণয়ে জড়ান। মহেশ ভাট সেটা বরাবরই স্বীকার করেছেন। যদিও মহেশ সেসময় বিবাহিত, তবু নিঃসঙ্গ পারভীনের প্রেমে পড়েছিলেন তিনি।

২০০৫ সালের ২০ জানুয়ারি নিঃসঙ্গ পারভীন ববির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর তিন দিন পর পচন ধরা নিথর দেহটা উদ্ধার করা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়