ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি খোলামেলা পোশাকও পরতে পারি: সৌমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২ মে ২০২৫   আপডেট: ১৩:২৬, ২ মে ২০২৫
আমি খোলামেলা পোশাকও পরতে পারি: সৌমি

সেমন্তী সৌমি

লাক্স তারকা অভিনেত্রী সেমন্তী সৌমি। ছোট পর্দার কাজ নিয়মিত করছেন। ওয়েব-সিনেমাও অভিনয় করেছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণে মাঝে মাঝে আলোচনায় উঠে আসেন। বিশেষ করে তার ‘খোলামেলা’ পোশাকের জন্য বারবার সমালোচিত হন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও জোর চর্চা হয়।

সেমন্তী সৌমি এ বিষয়ে নীরবতা ভেঙেছেন। সমালোচিত হওয়ার কারণ জানিয়ে এ অভিনেত্রী বলেন, “আগে মানুষ কাজ দিয়ে চিনতেন। এখন তো আসলে রিলসের যুগ। যেখানেই যাই মানুষ মোবাইল দিয়ে একটা রিলস নেয় আর ভাইরাল হয়ে গেল। এভাবে আমি আলোচিত-সমালোচিত হয়েছি।”

আরো পড়ুন:

সেমন্তী সৌমি


সব ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেমন্তী সৌমি। তার ভাষায়— “পোশাকের ব্যাপারে বলতে গেলে এটা আসলে ক্যারি করার বিষয়। আমি খোলামেলা পোশাকও পরতে পারি আবার একটা নরমাল টি-শার্টও পরতে পারি। এটা কোনো বড় বিষয় না। আমি বয়ে বেড়াতে পারি, তাই যে ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করি, সে ধরনের পোশাকই পরি।”

বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে সেমন্তী সৌমি বলেন, “আমি নাটকে নিয়মিত অভিনয় করছি, ওয়েব কনটেন্টেও কাজ করছি। তবে চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন সিনেমা আর গল্প হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের সিনেমার অপেক্ষায় আছি।  আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।”

এদিকে, ওটিটি সিরিজে সৌমির অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদ পরিচালিত একটি ওয়েব সিরিজে কাজ করার গুঞ্জন উড়ছে। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও এ বিষয়ে কিছু জানাতে নারাজ এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়