৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ খান!

স্ত্রী শুরা খানকে নিয়ে রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন আরবাজ খান (ডানে)
২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। ৪২ বছর বয়সি হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
আরবাজ খান ও শুরা খানের বয়সের ব্যবধান ১৫ বছর। তা ছাড়া তাদের শারীরিক উচ্চতার ব্যবধানও বেশ। বিয়ের পরই বয়স ও উচ্চতার ব্যবধান নিয়ে কটাক্ষের শিকার হন এই দম্পতি। কিন্তু এসব বিষয়কে পাত্তা না দিয়ে দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন তারা। গত বছর গুঞ্জন চাউর হয়, বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। সেই পুরোনো গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে!
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৫৭ বছর বয়সে আরবাজ খানের বাবা হতে যাওয়ার গুঞ্জন উড়ছে। কয়েক দিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দেখা যায় শুরা ও আরবাজ খানকে। এরপর থেকে খবর শোনা যাচ্ছে, আরবাজ-শুরা প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।
অন্তঃসত্ত্বা অবস্থায় তারকারা পোশাকের যে স্টাইল বেছে নেন, তেমন ঢিলেঢালা গোলাপি রঙের পোশাক শুরাকে দেখা যায়। মুম্বাইয়ের এ অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় সাবধানতার জন্য আরবাজ তার স্ত্রী শুরাকে সাহায্য করেন। এ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এ ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর সিঁড়ি বেয়ে নামছেন শুরা খান। তার হাত ধরে রেস্তোরাঁর সিঁড়িগুলো ধীরে ধীরে নামান আরবাজ। শুরা যখন গাড়িতে উঠছেন, তখন আরবাজ বলেন, “সাবধানে ওঠো।” শুরা খানও খুবই ধীরে গাড়িতে উঠে বসেন। এ ভিডিও দেখে জোর চর্চায় মেতেছেন নেটিজেনরা। তাদের ভাষ্য— “শুরা খান অন্তঃসত্ত্বা।” তবে এ নিয়ে কোনো বক্তব্য দেননি এই দম্পতি।
‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। ৯ মাস প্রেম করার পর বিয়ে করেন এ জুটি।
১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। আরবাজের মতো শুরারও এটি দ্বিতীয় বিয়ে।
ঢাকা/শান্ত