ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের পোস্ট মর্টেম করছেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৩০ মে ২০২৫   আপডেট: ২০:০৯, ৩০ মে ২০২৫
বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের পোস্ট মর্টেম করছেন নেটিজেনরা

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। মূলত, শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিন ধরে চলছে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন— অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই। তারপরও নানা সময়ে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায় শাকিবের এই দুই প্রাক্তন স্ত্রীকে।

গত ২৭ মে বেশ কটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন বুবলী। তাতে দেখা যায়, ছোট ছেলে বীরের সঙ্গে আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন শাকিব খান। এসব ছবির ক্যাপশনে বুবলী লেখেন, “পরিবার: যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনো শেষ হয় না।”

আরো পড়ুন:

এ ঘটনার কিছুক্ষণ পরই অপু বিশ্বাস বেশ কটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। তাতে বড় পুত্র জয়ের সঙ্গে শাকিব খানকে দেখা যায়। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে, আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

এরপর বুবলী-অপুর পাল্টাপাল্টি পোস্ট নিয়ে শুরু হয় সমালোচনা। নেটিজেনরাও এই দুই তারকাকে নিয়ে ‘তিরস্কার’ করতে থাকেন। যদিও এ যাত্রায় সমালোচনার তির অপু বিশ্বাসের দিকেই বেশি ছিল। তবে গত দুদিন এ নিয়ে নীরবতা পালন করেন বুবলী, টুঁ-শব্দটিও করেননি।

শুক্রবার (৩০ মে) বুবলী তার ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মানুষের সত্যিকারের ঈর্ষা তখনই দেখা যায়, যখন আপনার কাজ নকল করতে শুরু করে। সুতরাং এসব উপেক্ষা করে সময়টা উপভোগ করুন।” বুবলী পোস্টটি দেওয়ার পর চাপাপড়া বিষয় নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

বুবলীর ইঙ্গিপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা পোস্ট মর্টেম শুরু করছেন। বুবলী তার ক্যাপশনে অপু বিশ্বাসের নাম উল্লেখ না করলেও দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল হচ্ছে না নেটিজেনদের। তাদের ভাষ্য— “এই ইঙ্গিতপূর্ণ ক্যাপশনটি অপুকে উদ্দেশ্য করে দেওয়া। অপু তাকে নকল করছেন, ঈর্ষা করছেন, সেই বার্তাই দিয়েছেন বুবলী। যদিও অপু বিশ্বাসের নাম উল্লেখ করেননি তিনি।” 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়