ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হারালেন পপতারকা রিয়ান্না

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১ জুন ২০২৫   আপডেট: ১৩:২৯, ১ জুন ২০২৫
বাবা হারালেন পপতারকা রিয়ান্না

বাবার সঙ্গে রিয়ান্না

পপতারকা রিয়ান্নার বাবা মারা গেছেন। শনিবার (৩১ মে) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোনাল্ড ফেন্টি। তার বয়স হয়েছিল ৭০ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স এ খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে কথা বলতে রিয়ান্নার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে পেজ সিক্স। কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে রিয়ান্নার বাবার মৃত্যুর কারণ জানা যায়নি।

আরো পড়ুন:

রিয়ান্নার বাবা লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন। গত বুধবার সেখানে দেখা যায় রিয়ান্নার ভাই রজদ ফেন্টিকে। তারই একটি ছবি পেয়েছে পেজ সিক্স। ধারণা করা হচ্ছে, একই গাড়িতে রিয়ান্নাও ছিলেন। যদিও ছবিতে তাকে দেখা যাচ্ছে না।

রিয়ান্নার বাবা রোনাল্ড ফেন্টি ব্যক্তিগত জীবনে মনিকা ব্রেথওয়েটের সঙ্গে ঘর বাঁধেন। ১৯৮৮ সালে এ দম্পতির ঘর আলো করে জন্ম নেন রিয়ান্না। এ গায়িকার আরো দুটো ভাই রয়েছে। ‘আমব্রেলা’ গায়িকা রিয়ান্নার বয়স যখন ১৪, তখন বিবাহবিচ্ছেদ ঘটে তার বাবা-মায়ের। জানা যায়, মাদকাসক্ত হয়ে পড়েছিলেন রিয়ান্নার বাবা।

প্রায় এক দশক ধরে রিয়ান্না ও এসাপ রকির বন্ধুত্ব। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিয়ান্নার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। ২০২১ সালে তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিয়ান্না।

২০২২ সালে একটি পুত্রসন্তান জন্ম দেন রিয়ান্না। এ জুটির এটি প্রথম সন্তান। এ গায়িকা এখন অন্তঃসত্ত্বা। যখন তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন, তখন বাবাকে হারালেন এই শিল্পী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়