ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা-মা হলেন পরমব্রত-পিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১ জুন ২০২৫   আপডেট: ১৬:৪১, ১ জুন ২০২৫
বাবা-মা হলেন পরমব্রত-পিয়া

পরমব্রত-পিয়ার সংসারে নতুন অতিথি এসেছে

বাবা হলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জি। রবিবার (১ জুন) কলকাতার বেসরকারি একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পিয়া চক্রবর্তী। মা-ছেলে দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম

গত বিশ্ব ভালোবাসা দিবসের আগে বাবা-মা হতে যাওয়ার খবর জানান পরমব্রত-পিয়া। জুন মাসের শুরুতে সন্তানের মুখ দেখার সম্ভাব্য তারিখও জানিয়েছিলেন এই দম্পতি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ঘর আলো করে এলো তাদের সন্তান।

আরো পড়ুন:

পরমব্রতর বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মীদের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। রাইমা সেন ও পরমব্রত একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু তারা। আনন্দিত রাইমা সেন বলেন, “দুর্দান্ত খবর। নতুন মা-বাবা নিশ্চয়ই খুব খুশি। আমার খুবই গর্ব, আনন্দ হচ্ছে। খুব খুশি আমি। ওরা সুখে থাকুক।”

পরমব্রতর স্ত্রী সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০০১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই সংগীতশিল্পী। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। ২০২১ সালের ২৭ নভেম্বর পিয়ার গলায় মালা পরিয়ে সেই গুঞ্জনই বাস্তবে রূপ দেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়