ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিব খান সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলো জানেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১০ জুন ২০২৫   আপডেট: ১৩:৪৮, ১০ জুন ২০২৫
শাকিব খান সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলো জানেন?

শাকিব খান

শাকিব খানকে নিয়ে বলার আগে রিয়াজ পূর্ণিমাকে নিয়ে বলা দরকার। -‘মনের মাঝে তুমি’ সিনেমাটা হিট হয়ে গেলো। রিয়াজ পূর্ণিমা হিট হয়ে বিজ্ঞাপন করা শুরু করলো। সাকিব খান কিন্তু এই কাজ করে নাই। তাহলে এই ছেলেটা সুপারস্টার হবে না তো কে হবে?—প্রশ্নটি করছিলেন চলচ্চিত্র পরিচালক সফি উদ্দিন সফি। এই পরিচালক শাকিব খান সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন।

একটি ভিডিও সাক্ষাৎকারে এই পরিচালক বলেন,  ‘‘সাত খুন মাফ এর মহরত এফডিসিতে। সকাল বেলায় এফডিসিতে মহরত করলাম বিকাল বেলায় গুলশানে শুটিং। শাকিব আমাকে তার গাড়িতে নিযে  গুলশান ২ নম্বরে একটা কাপড়ের শোরুমে ঢুকলো। সে অনেকগুলো টি শার্ট পছন্দ করলো। সে তখন ওই সিনেমার জন্য এক দোকান থেকে পঁচিশ হাজার টাকার শুধু টি শারট কিনেছিল। সে নিজেকে পর্দায় ভালোভাবে উপস্থানের জন্য পারিশ্রমিকের বেশিরভাগ টাকা খরচ করে ফেলতো। আমরা তাকে যে টাকা দিতাম, সেই টাকা সে আবার আমাদের সিনেমার জন্য ব্যায় করতো।’’

আরো পড়ুন:

শাকিব খান নাকি আগেই জানতেন তিনি সুপারস্টার হবেন। সফি উদ্দিন সফি বলেন, ‘‘যখন অ্যান্ড্রয়েড ফোন আসলো তখন শাকিব খানের ভিডিও কেউ করতে পারে নাই। শাকিব খান দুইটা লোক রাখছিলো যাতে কেউ তার ভিডিও করতে না পারে। শাকিব খান সিলেক্টিভ সাক্ষাৎকার ছাড়া মিডিয়ায় ঘন ঘন সাক্ষাৎকার দেয় নাই। অর্থাৎ সে অনেক দূরে দেখতে পায়। সে জানতো যে সে সুপারস্টার হবে।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়