পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’!
ঈদে শাকিব খানের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমা। মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে বেশ ভালোই যাচ্ছিল। এরই মধ্যে পাইরেসির ফাঁদে পড়েছে সিনেমাটি।
প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকে এটিকে প্রচারের অংশ ভাবলেও পরে পুরো সিনেমাটিই অনলাইনে ফাঁস হয়ে যায়— যা নির্মাতা ও প্রযোজকের জন্য বড় ধরনের ব্যবসায়ীক ধাক্কা।
‘তাণ্ডব’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই সম্ভাব্য পাইরেসির বিষয়ে সতর্কতাবার্তা দিয়েছিলেন। গত ৮ জুন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ হলে বসে ভিডিও করলে বা তা ছড়ালে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টিম সোশ্যাল মিডিয়া ও হলগুলো মনিটর করছে।”
হুঁশিয়ারি দিয়ে শাহরিয়ার শাকিল বলেন, “যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি চলেছে, সেগুলোতে নজরদারি রয়েছে। পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।”
গত ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। এটিও অনলাইনে ফাঁস হয়েছিল। তখন প্রযোজক শাহরিন আক্তার দাবি করেছিলেন, পাইরেসির কারণে তাদের প্রায় চার কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই আবারো একই ধরনের ঘটনা ঘটল।
পাইরেসির ঘটনায় হতাশা প্রকাশ করে শাকিব খান বলেন, “এই ধরনের কাজ দর্শকের আগ্রহ ও প্রযোজকদের সাহস নষ্ট করে দেয়। সিনেমা বানানো একটি কঠিন কাজ, এর এমন পরিণতি খুবই দুঃখজনক।”
রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। তাছাড়াও রয়েছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ দেশের প্রথম সারির শিল্পীরা।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, চরকি এবং দীপ্ত টিভি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত