ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

সেদিন হাউমাউ করে কেঁদেছিলাম, ফিল্ম পলিটিক্স নিয়ে শিরিন শিলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৭:৪৭, ১৮ জুন ২০২৫
সেদিন হাউমাউ করে কেঁদেছিলাম, ফিল্ম পলিটিক্স নিয়ে শিরিন শিলা

শিরিন শিলা

চোখে ছিল নায়িকা হওয়ার স্বপ্ন, হাতে আসে সিনেমায় অভিনয়ের প্রস্তাব। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খান। কারণ সেই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়। তাও আবার না জানিয়ে! তাকে বাদ দিয়ে নেয়া হয় আরেক আলোচিত নায়িকা ববিকে। এমন কষ্টের গল্প শেয়ার করলেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা।

রাহাত সাইফুলের উপস্থাপনায় ‘রাইজিংবিডি স্পেশাল’-এ এসে ক্যামেরার সামনে ফিল্মপাড়ার অন্ধকার রাজনীতির কথা অকপটে তুলে ধরেন শিলা।

শিলার অভিযোগ—‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। প্রযোজক মোহাম্মদ হোসেন তাকে শর্ত দিয়েছিলেন, “দুই বছর কাউকে সময় দেওয়া যাবে না, আমাদের কথামতোই চলতে হবে।”

আরো পড়ুন:

শিলা রাজি হয়েছিলেন, কারণ সামনে ছিল বড় পর্দায় নিজেকে প্রমাণ করার সুযোগ। শিরিন শিলা বলেন, “তিন-চার মাস গ্রুমিং হলো। এরপর হঠাৎ জানতে পারলাম আমাকে বাদ দিয়ে ববিকে নেয়া হয়েছে।”

নায়িকা ববির দিকে ইঙ্গিত করে শিলা বলেন, “তখন আমাদের একজন নায়িকা ছিলেন, যিনি শাকিব খানের সঙ্গে সিনেমা করছিলেন, হট হট ড্রেস পরতেন।”

সিনেমা থেকে বাদ পড়ার পর হাউমাউ করে কেঁদেছিলেন শিলা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “কেউ একজন মোহাম্মদ হোসেন ভাইয়াকে মগজধোলাই দিয়েছিল। তিনি (মোহাম্মদ হোসেন) আমাকে বললেন, ‘তুই তো ছোট মানুষ, তোর নিয়ে আরেকটা সিনেমা করব’। আমি কিছু বলতে পারিনি, শুধু ফোন রেখে হাউমাউ করে কেঁদেছিলাম।”

এই অপমান শিলার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। পরবর্তীতে ‘হিটম্যান’ সিনেমায় শাকিব খানের সিনেমায় অভিনয় করেন শিরিন শিলা।

তবে প্রথম সিনেমা থেকে বাদপড়ার ক্ষত এখনো বুকের ভেতর রয়ে গেছে বলেই জানালেন এই অভিনেত্রী। শিলার ভাষায়, “তখন ভাবতাম, একদিন এমনভাবে নিজেকে তৈরি করব যাতে অন্তত কেউ একজন আমার শিডিউল চায়।”

শিরিন শিলা এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়