ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

সৌরভের বায়োপিক: রাজকুমার বললেন, নার্ভাস লাগছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৫ জুন ২০২৫   আপডেট: ১২:৩১, ২৫ জুন ২০২৫
সৌরভের বায়োপিক: রাজকুমার বললেন, নার্ভাস লাগছে

সৌরভ গাঙ্গুলি, রাজকুমার রাও

ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে উড়ানো— তার জীবনে অনেক ঘটনায় দর্শকের মন জয় করেছে।

সৌরভ গাঙ্গুলির বর্ণময় জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। এটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানি। প্রযোজনা করছেন লাভ রঞ্জন। সৌরভ গাঙ্গুলির চরিত্র কে রূপায়ন করবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। অনেকের নামই উঠে এসেছে। কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলি বলেন, “রাজকুমার রাও আমার চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন। আমার মনে হয়, সঠিক মানুষই কাজটি করছেন।”

এ নিয়ে এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। এ অভিনেতা বলেন, “দাদা, ইতোমধ্যে বলে দিয়েছেন। তাই আমিও আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি— হ্যাঁ, আমি তার বায়োপিকে তার চরিত্রে অভিনয় করছি।”

আরো পড়ুন:

রাজকুমার রাও চরিত্রটি নিয়ে ভীষণ নার্ভাস। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “আমি নার্ভাস। এটি অনেক বড় দায়িত্ব। তবে এটি অনেক মজার হতে চলেছে।”

নয়া দিল্লির গুরগাঁও-এ জন্মগ্রহণ করেন রাজকুমার রাও। ফলে হিন্দি ভাষা বলতেই পারদর্শি তিনি। কিন্তু সৌরভ গাঙ্গুলির জন্ম পশ্চিমবঙ্গে। তার মুখের ভাষা বাংলা। যদিও হিন্দি বলতে পারদর্শি। রাজকুমার দিল্লির ছেলে হলেও ভালো বাংলা বলতে পারেন। আর এটা সম্ভব হয়েছে তার স্ত্রী পত্রলেখার জন্য। কারণ পত্রলেখা বাঙালি। এজন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এর আগে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, “আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এটি। জানুয়ারিতে শুটিং শুরু হবে। গল্প লেখা, চিত্রনাট্য রচনা ও সিনেমা নিয়ে পরিকল্পনার কাজ গুছিয়ে উঠতে একটু সময় লাগবে।”

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়