আবারও সভাপতি হয়ে যা যা করতে চান সৌরভ
ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায় লিখেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলোয়াড়ি জীবনের সাফল্যের পর এবার ফের একবার প্রশাসনিক আসনে ফিরলেন তিনি। প্রায় ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হলেন ‘দাদা’। সোমবার (২২ সেপ্টেম্বর) সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। আরও একবার সভাপতি নির্বাচিত হয়ে তিনি বেশ কিছু কাজ করতে চান। চলুন সেগুলো দেখে নেওয়া যাক।
ইডেনের দর্শকাসন এক লাখ করার পরিকল্পনা:
দায়িত্ব হাতে নিয়েই সৌরভের প্রথম লক্ষ্য- ইডেন গার্ডেন্সে দর্শকাসন বাড়ানো। বর্তমানে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী এই মাঠে প্রায় ৬৮ হাজার দর্শক বসতে পারেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সৌরভ চান অন্তত এক লাখ দর্শকের বসার ব্যবস্থা করা হোক। কেননা ভারতেই বসছে আগামী বিশ্বকাপ। আর ধারণা করা হচ্ছে কলকাতার ইডেনে আয়োজন হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। এমনকি সেমিফাইনাল আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট:
সিএবি সভাপতির আসনে বসেই সৌরভ নজর দিয়েছেন নভেম্বরের দিকে। ওই সময় কলকাতায় শুরু হবে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। বিশ্ব চ্যাম্পিয়ন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেরা পরিকাঠামো, মানসম্মত উইকেট ও দর্শকদের জন্য প্রাণবন্ত পরিবেশ নিশ্চিত করার। তার আশা, ইডেনের মাঠে দেখা যাবে রোমাঞ্চকর এক লড়াই।
বোর্ডের সঙ্গে সমন্বয়ের বার্তা:
নতুন দায়িত্বে সৌরভ শুধু ইডেন নয়, গোটা ভারতীয় ক্রিকেট প্রশাসন নিয়েও ভাবছেন। বিসিসিআইয়ের নতুন সভাপতি ও অন্যান্য কর্তাদের সঙ্গে শিগগিরই আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। সৌরভের ভাষায়, মাঠে খেলা আর বোর্ড চালানো- দুটি ভিন্ন বিষয়। তবে তার বিশ্বাস, নতুন নেতৃত্ব ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
নতুন অধ্যায়ের সূচনা:
খেলোয়াড় হিসেবে ভারতকে নেতৃত্ব দেওয়া সৌরভের জন্য এই দায়িত্ব নতুন কিছু নয়। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। আবারও সেই পদে ফিরে আসা তার কাছে যেমন সম্মানের, তেমনি এক বিশাল দায়িত্বও। ইডেনকে আরও আধুনিক রূপ দেওয়া আর বিশ্বমানের ক্রিকেট আয়োজন করা- এটাই আপাতত তাঁর প্রধান লক্ষ্য।
সব মিলিয়ে বলা যায়, সৌরভের ফেরত আসা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন আশার আলো। আগামী বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ- দুটো বড় চ্যালেঞ্জই এখন ‘মহারাজ’-এর সামনে।
ঢাকা/আমিনুল