ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেতিবাচক চরিত্রে অভিনয়ের খুব ইচ্ছা: বাঁধন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৯ জুন ২০২৫  
নেতিবাচক চরিত্রে অভিনয়ের খুব ইচ্ছা: বাঁধন

আজমেরী হক বাঁধন

আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমায় একজ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন। 

সিনেমার গল্পে বাঁধনকে কখনো শিক্ষক, কখনো পুলিশের প্রতিবাদী নারী চরিত্রে দেখা গেছে। কিন্তু নিজেকে ভিন্নভাবে পর্দায় দেখতে চান এই অভিনেত্রী। এই ট্যাগ ভাঙতে চান তিনি। একটি সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। 

আরো পড়ুন:

আজমেরী হক বাঁধন বলেন, “নেতিবাচক চরিত্রে অভিনয় করার খুব ইচ্ছা। আবার রোমান্টিক, হরর, অ্যাকশন—এসব গল্পেও অভিনয় করতে চাই। আমি কতটা রোমান্টিক, দর্শক তা বুঝতে পারছেন না। আমি কিন্তু অনেক রোমান্টিক। সেই গল্পও করব।”

রায়হান রাফী নির্মিত বেশ কিছু সিনেমা সাফল্য পেয়েছে। অ্যাকশন-রোমান্টিক উভয় ঘরানার সিনেমাই নির্মাণ করেছেন তিনি। বাঁধন বলেন, “রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমার জন্য রায়হান রাফীর সঙ্গে কাজ করতে চাই।”

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূনের নির্দেশনায় অভিনয় করতে চান বাঁধন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি নুহাশের কাজের ভক্ত। এত সুন্দর করে সে গল্প বলে, সেখানে জোর করে হাসানো নাই, ভয় দেখানো নাই। আমি বলব, নুহাশের নির্দেশনায় অভিনয় করতে চাই।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়