ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, আমি সত্যি তাদের জন্য দুঃখিত’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২ জুলাই ২০২৫   আপডেট: ২০:১৩, ২ জুলাই ২০২৫
‘যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, আমি সত্যি তাদের জন্য দুঃখিত’

জুলাই বিপ্লবে রাজপথে ছিলেন বাঁধন

লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত বছরের গণঅভ্যত্থানে সক্রিয়া ভূমিকা পালন করেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই তারকা। 

বছর ঘুরে আবার জুলাই এসেছে। নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। কেউ কেউ বলে থাকেন ‘জুলাই বিপ্লব ভুল ছিল’। এ কথা যারা বলে থাকেন, তাদের উদ্দেশ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

বুধবার (২ জুলাই) বাঁধন লেখেন, “যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, আমি সত্যিই তাদের জন্য দুঃখিত। সেই মুহূর্তে জেগে ওঠার প্রয়োজন ছিল। অসংখ্য মানুষ বিচারহীনতার মুখোমুখি হচ্ছিল, তা মানবিকভাবে ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছিল।”  

একটি সরকার রাতারাতি ফ্যাসিবাদী হয়ে ওঠে না। এ তথ্য উল্লেখ করে বাঁধন লেখেন, “সরকার রাতারাতি ফ্যাসিবাদী হয়ে ওঠে ছিল না, সময়ের সঙ্গে সঙ্গে তারা ফ্যাসিবাদী হয়। ধীরে ধীরে মানুষের অধিকার কেড়ে নেয়। সেই সময়ে আর কোনো উপায় ছিল না।” 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। সেদিন অসংখ্য মানুষের সঙ্গে রাস্তায় ছিলেন বাঁধনও। সেই অভিজ্ঞতা স্মরণ করে বাঁধন লেখেন, “৫ আগস্ট যারা রাস্তায় ছিলেন না, তারা সাধারণ মানুষের অকৃত্রিম আনন্দ অনুভব করতে পারবেন না। আর সেই মুহূর্তে কাপুরুষের মতো সে পালিয়ে যায়। সেই আনন্দ ছিল আসল, তা আমি প্রতিটি হৃৎস্পন্দনে অনুভব করেছি। রাস্তায় এই ধরনের স্বাধীনতা এবং শক্তি অনুভবের অভিজ্ঞতা জীবনে একবারই হয়েছিল।” 

জুলাই বিপ্লবের পরের ঘটনা মনে করে বাঁধন লেখেন, “হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছিল এবং সেগুলো সবই সুখকর ছিল না। তবে একটি বিষয় পরিষ্কার যে, সেই সময়ে জুলাই বিপ্লব সঠিক ছিল।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়