ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

দীপঙ্করের নিঃশ্বাসে বাঁচতে চান দোলন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১১:৫২, ৬ জুলাই ২০২৫
দীপঙ্করের নিঃশ্বাসে বাঁচতে চান দোলন

বর দীপঙ্করের সঙ্গে দোলন

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। তার বয়স এখন ৮২ বছর। ২০২০ সালে ৭৫ বছর বয়সে অভিনেত্রী দোলন রায়কে বিয়ে করেন তিনি। তখন কনের বয়স ছিল ৪৯ বছর। আর এখন দোলন রায়ের বয়স ৫৫ বছর।  

১৯৪৪ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন দীপঙ্কর দে। গতকাল ৮১ বছর পূর্ণ করে ৮২ বছরে পা দিয়েছেন। এ উপলক্ষে দোলন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার গভীরতা প্রকাশ পেয়েছে।

দীপঙ্করের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দোলন লেখেন, “শুভ জন্মদিন টিটো (দীপঙ্কর)। আমি আর যে কয়দিন বাঁচি, তোমার প্রতিটা জন্মদিন আমি যেন তোমার পাশে তোমার নিঃশ্বাসে বাঁচি এভাবে। ঈশ্বরের কাছে এতটুকুই চাওয়া, আর কিছু না। তোমাকে ভালোবাসি।” 

আরো পড়ুন:

দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে দোলনকে আইনি স্বীকৃতি দেন দীপঙ্কর দে। তারা যখন লিভ-ইন শুরু করেন, তখন এর এতটা প্রচলন ছিল না। দুজনের বয়সের ব্যবধানও ২৬ বছর। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা হলেও দোলন মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। যে কারণে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এই যুগলকে। শুনতে হয়েছিল কটু কথাও।

তবে দোলন-দীপঙ্করের এসবই এখন অতীত। সমালোচনার পৃষ্ঠা বন্ধ করে ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। অন্তত দোলনের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে তেমন দৃশ্য দেখা যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়