ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলচ্চিত্রে তিশা, সঙ্গী ‘থ্রি ইডিয়টস’ তারকা যোশি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৪২, ২৫ জুলাই ২০২৫
চলচ্চিত্রে তিশা, সঙ্গী ‘থ্রি ইডিয়টস’ তারকা যোশি

তানজিন তিশা, শারমন যোশি

ভারতীয় বাংলা সিনেমায় পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী তানজিন তিশা ও খায়রুল বাসার। ‘ভালোবাসার মরশুম’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন কলকাতার এম এন রাজ। এতে অভিনয় করবেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমন যোশি। 

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তানজিন তিশা ও খায়রুল বাসারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ভালোবাসার মরশুম’ সিনেমা।  

আরো পড়ুন:

এম এন রাজ বলেন, “এই সিনেমার জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। অনেক দিন আগে তিশা কলকাতায় এসেছিল, তখনই গল্প শুনেছে; আমরা এগুলো নিয়ে এগুচ্ছিলাম। কিছুদিন আগে বাংলাদেশে গিয়ে সাইনিং করে এলাম।” 

এ সিনেমায় অভিনয় করবেন সৃজিতের কথিত প্রেমিকা সুস্মিতা চ্যাটার্জি। পরিচালক বলেন, “ভালোবাসার মরশুম’ সিনেমায় শারমন যোশি ‘আবির’ চরিত্রে অভিনয় করবেন। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম—‘হিয়া’ ও ‘পারমিতা’। আর খায়রুল বাসারকে দেখা যাবে ‘গৌরব’ চরিত্রে।” 

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। টানা ২৩ দিন দৃশ্যধারণের কাজ চলবে। এরপর অক্টোবরে মুর্শিদাবাদে শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়