ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ২০:২৩, ২৮ জুলাই ২০২৫
লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)

জেনিফার লোপেজ

বাহারি আলোয় ঝলমল করছে মঞ্চে। সবার কাঙ্ক্ষিত মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ পারফর্ম করছেন। তার পরনে সোনালি রঙের সিকুইন বিকিন টপ আর স্কার্ট। তার সঙ্গে রয়েছে পুরো টিম। হাঁটতে হাঁটতে কথা বলছেন ৫৬ বছরের জেনিফার। আকস্মিকভাবে জেনিফার লোপেজের পরনের স্কার্ট খুলে মঞ্চে পড়ে যায়।

স্কার্ট খুলে পড়ায় কয়েক মুহূর্তের জন্য অপ্রস্তুত হলেও তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নেন জেনিফার লোপেজ। মঞ্চে থাকা তার এক সঙ্গী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। সাবলীলভাবে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেন এই গায়িকা। এরপর হাসতে হাসতে তিনি বলেন—“আমি আনন্দিত আজ অন্তর্বাস পরেছি, সাধারণত অন্তর্বাস পরি না।” 

আরো পড়ুন:

যে ব্যক্তি স্কার্টটি পুনরায় পরিয়ে দেন, তাকে উদ্দেশ্যে করে জেনিফার লোপেজ বলেন, “আপনি এটা রাখতে পারেন। আমি এটা ফেরত চাই না।”

এরপর জেনিফার লোপেজ বলেন, “আপনাদের সঙ্গে সত্যি কথা বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। জানি না আপনার কেমন হয়। কখনো কখনো এটি আমার ভালো লাগে। অন্য দিনে আমি খানিকটা রোমান্টিক অনুভব করি। সম্ভবত গ্রীষ্মকালে বাইরে গরম থাকার কারণে আমি আজ একটু বেশি দুষ্টু বোধ করি।”

এ মুহূর্তের একাধিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন অন্তর্জালে ভাইরাল। ২৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে সাড়ে ১১ মিলিয়ন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে শহরে এ গায়িকার লাইভ কনসার্ট ছিল। সেখানে পোশাক বিড়ম্বনায় পড়েন এই শিল্পী।   

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়