ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০২, ১ আগস্ট ২০২৫
বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

শ্রাবন্তীর সঙ্গে রোশান, অনামিকা (বাঁ থেকে)

বিয়ে করলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় স্বামী রোশান সিং। তার স্ত্রীর নাম অনামিকা মৈত্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই যুগল।   

কলকাতারই মেয়ে রোশান সিংয়ের দ্বিতীয় স্ত্রী অনামিকা মৈত্র। মিডিয়া সায়েন্সে এমএসসি করেছেন দ্য হেরিটেজ একাডেমি থেকে। সিম্বোসিস ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন অনামিকা।  

আরো পড়ুন:

অনামিকার সঙ্গে সম্পর্কের কথা আড়াল করেননি রোশান। চলতি বছর শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার পর অনামিকাকে নিয়ে নতুন জীবন শুরু করার কথা প্রকাশ্যে আনেন রোশান। অন্যদিকে অনামিকাও নিজের ফেসবুক প্রোফাইলে রোশানের সঙ্গে সম্পর্কের কথা লিখে রেখেছেন। 

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

স্বামী রোশান সিংয়ের সঙ্গে কয়েক বছর ধরে আলাদা থাকছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন‌্য মামলাও দায়ের করেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী।

শুধু তাই নয়, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন এই অভিনেত্রী। এরপর এ মামলায় স্থগিতাদেশ দেন আদালত। সব জটিলতার অবসান ঘটিয়ে গত ৮ এপ্রিল আইনি বিয়েবিচ্ছেদে সিলমোহর দেন আদালত। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়