ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপনাকে গভীরভাবে অনুভব করি: শাকিব খান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:০৪, ২১ আগস্ট ২০২৫
আপনাকে গভীরভাবে অনুভব করি: শাকিব খান

নায়করাজের সঙ্গে শাকিব খান

নায়করাজ রাজ্জাকের সঙ্গে শাকিব খানের সম্পর্ক ছিল পুত্রসুলভ। অভিভাবকের মতোই তাকে আগলে রেখেছিলেন ঢালিউডের এই কিংবদন্তি অভিনেতা। ২০১৭ সালের এই দিনে নায়করাজের প্রয়াণে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন শাকিব খান। আজ সেই মহাতারকার অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রিয় অভিভাবককে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড সুপারস্টার।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাজ্জাককে স্মরণ করে শাকিব লিখেছেন, “আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়। আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।” 

আরো পড়ুন:

২০১৭ সালের ২১ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে না ফেরার দেশে চলে যান রাজ্জাক। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

বাংলা চলচ্চিত্রে রাজ্জাক ছিলেন এক অনন্য নাম। বর্ণাঢ্য অভিনয় জীবনে সুচন্দা, কবরী, শাবানা ও ববিতার সঙ্গে তার জুটি দর্শকের হৃদয়ে সৃষ্টি করেছে অবিস্মরণীয় আলোড়ন। ‘নায়করাজ’ উপাধি পাওয়া এই তারকা একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। 

ব্যক্তিজীবনে স্ত্রী রাজলক্ষ্মী ও পাঁচ সন্তানের উষ্ণ পরিবারে ছিলেন নায়করাজ। দুই পুত্র—বাপ্পারাজ ও সম্রাট বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্রে নায়ক হিসেবে পরিচিতি পান। 

শেষ জীবনে নানা অসুখে ভুগলেও চলচ্চিত্রের প্রতি অনুরাগ ছিল অবিচল। মৃত্যুর পরও ঢালিউডের আকাশে নায়করাজ রয়ে গেছেন এক দীর্ঘ ছায়ার মতো।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়