‘ছেলেরা ইসলামিক পড়াশোনা করবে, আমরা সিনেমা করব, এটা ভালো দেখায় না’
স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে অনন্ত জলিল
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। কয়েক মাস আগে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন চিত্রনায়িকা বর্ষা। এবার নায়ক-প্রযোজক অনন্ত জলিল জানালেন, স্ত্রীর মতো তিনিও সিনেমা ছেড়ে দেবেন। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন ভাবনার কথা জানান অনন্ত জলিল।
২০১১ সালে বিয়ে করেন অনন্ত জলিল ও বর্ষা। এ দম্পতি দুই পুত্রসন্তানের বাবা-মা। অনন্ত জলিল বলেন, “আমাদের দুই ছেলে। বড় ছেলে আটপারা কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ্। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে। আরেকবার শেষ করে মুখস্ত করবে। একজনের বয়স ১০ বছর, আরেকজনের সাড়ে ৭ বছর। বর্ষা যখন প্রথম প্রেগন্যান্ট হয়, তখন আমরা নিয়ত করেছিলাম আমাদের বাচ্চাকে মুফতি বানাব ইনশাআল্লাহ, ওরা মদিনাতে পড়াশোনা করবে। ইসলামিক মাইন্ডে রাখব।”
দুই পুত্র পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করে। তা জানিয়ে অনন্ত জলিল বলেন, “আমার দুই ছেলে মানারতে পড়ে। ওখানে ইংলিশের সঙ্গে অ্যারাবিক পড়ে। জোহর নামাজের পর ওদের ছুটি দেয়া হয়। বাসা থেকে খাওয়াদাওয়া করে ওদের টিচার আসে, পরে আবার মাদ্রাসায় চলে যায় আবার এশার নামাজের পর বাসায় আসে। ওরা আমাদের চেয়ে বেশি ব্যস্ত থাকে।”
সিনেমা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে অনন্ত জলিল বলেন, “যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে এটা দেখতে ভালো লাগবে না। আমিও চাই না, আমার বাচ্চারা ইসলামিক পড়াশোনা করবে আর আমরা সিনেমা করব, এটা দেখতে ভালো লাগবে না।”
কয়েক মাস আগে সিনেমা ছেড়ে দেওয়ার কথা জানিয়ে বর্ষা বলেছিলেন, “হাতে কয়েকটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না।”
কেন আর সিনেমায় অভিনয় করবেন না? এ প্রশ্নের জবাবে বর্ষা বলেছিলেন, “আমি খুব বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।”
সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা বলেছিলেন, “তাছাড়া আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের দুই পুত্রের নাম—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।
ঢাকা/শান্ত