কমেডিয়ানকে গুলি করে হত্যা
গুলি করে হত্যা করা হয়েছে মার্কিন কমেডিয়ান রেজিনাল্ড ক্যারলকে। বুধবার (২০ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের সাউথহ্যাভেনে এই শিল্পীকে হত্যা করা হয়। তার বয়স হয়েছিল ৫২ বছর। নিউ ইর্য়ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।
সাউথহ্যাভেন পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বার্টন লেনে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও চিকিৎসাকর্মীরা রেজিনাল্ড ক্যারলের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এক পুলিশ কর্মকর্তা বলেন, “এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রেজিনাল্ড ক্যারলের হত্যাকাণ্ডের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ক্যারলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
অস্কারজয়ী অভিনেত্রী, রেজিনাল্ডের সহশিল্পী মো’নিক শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে রেজিনাল্ডকে ‘কমেডিয়ান’স ব্রাদার’ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
৫৭ বছরের মো’নিক লেখেন, “এই জন্যই বলি, মানুষের সঙ্গে যতটা সম্ভব ভালো ব্যবহার করো। কারণ তুমি জানো না আর কখনো দেখা হবে কি না। আর শেষবার যখন আমি আর আমার ভাই রেজি একসঙ্গে ছিলাম। সেটা ছিল অসাধারণ একটা সময়। একসঙ্গে ট্যুরে যাওয়া, রাস্তায় থাকা, একসঙ্গে সময় কাটানো—কী দারুণ সময় ছিল সেটা। তাই আমার কোনো দুঃখের কান্না নেই। কারণ আমাদের সব মুহূর্তই ছিল দারুণ।”
রেজিনাল্ড ক্যারলের ভাই জোনাথন ক্যারল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “রেজি ক্যারলের মৃত্যুতে যারা সহানুভূতি প্রকাশ করেছেন, আপনাদের ভালোবাসা আমরা গভীরভাবে অনুভব করেছি। ধন্যবাদ!”
ঢাকা/শান্ত