ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমার ও বর্ষার বিরুদ্ধে দায়েরকৃত মামলা ভিত্তিহীন: অনন্ত জলিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:১১, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আমার ও বর্ষার বিরুদ্ধে দায়েরকৃত মামলা ভিত্তিহীন: অনন্ত জলিল

অনন্ত জলিল ও বর্ষা

সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছেন ঢালিউডের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। তবে তাদের দাবি—এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। 

বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনন্ত জলিল বলেন, “আমার ও বর্ষার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের চরিত্র হননের জন্যই এসব করা হচ্ছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, মানহানির মামলা করব।” 

আরো পড়ুন:

গত ২০ আগস্ট রাব্বি টেক্সটাইল নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার স্বত্বাধিকারী ইলিয়াস মিয়া মামলা দায়ের করেন। মামলার আসামির তালিকায় রয়েছেন— এ জে আই গ্রুপের এমডি অনন্ত জলিল, তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা, এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। 

অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় ডেলিভারি নেন আকরাম, মুনির ও কামরুল। তবে নির্ধারিত এলসি না খুলে বারবার টালবাহানা করতে থাকেন তারা। 

এমনকি, অভিযোগকারীর দাবি—এ জে আই গ্রুপের নির্দেশে ডেলিভারির মূল চালান কৌশলে আটকে রাখা হয়, আর তাদের লোকজন অফিসে প্রবেশেও বাধা দেয় ও হুমকি প্রদান করে। ওই কাপড়ের মূল্য ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা (৮ হাজার ডলার)। 

মামলার খবর ছড়িয়ে পড়ার পরই অনন্ত-বর্ষা দম্পতি এটিকে ‘অমূলক’ আখ্যা দিয়েছেন। তাদের মতে—এই মামলা শুধু তাদের ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানির উদ্দেশ্যে করা হয়েছে। তাই তারা অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়