ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জটিলতা কাটিয়ে ভক্তদের সুখবর দিলেন পপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫  
জটিলতা কাটিয়ে ভক্তদের সুখবর দিলেন পপি

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন আড়ালে থাকার পর এবার ভক্তদের দিলেন সুখবর। অভিনয়ে নয়, চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে ফিরছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের পরিকল্পনার কথা জানিয়ে পপি বলেন, “অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কিছু কাজ শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব। এবার আমি সিনেমা প্রযোজনা করব। আগে যেমন করেছি, এবারও প্রযোজনাতেই ফিরব।”

অভিনেত্রী থেকে প্রযোজক হওয়ার এই যাত্রা পপির কাছে নতুন নয়। আগেও তিনি ‘কিডন্যাপ’ ও ‘জীবন মানেই যুদ্ধ’সহ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন। তবে মনোয়ার খোকন পরিচালিত একটি ছবির প্রযোজনায় প্রায় ২০ লাখ টাকা লোকসান গুনতে হয়েছিল তাকে। পপির দাবি, টিমের অসহযোগিতার কারণে ক্ষতির শিকার হয়েছেন তিনি। এবার অবশ্য অভিজ্ঞতা থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে নতুন করে প্রযোজনায় নামছেন এই অভিনেত্রী। 

শেষবার ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার শুটিং করেন পপি। এরপর টানা পাঁচ বছর আড়ালেই আছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার প্রকাশ্যে এলেও পারিবারিক জটিলতায় ফের আড়ালে চলে যান। অবশেষে সেই আড়াল ভেঙে ভক্তদের জানালেন নতুন খবর।

খুলনার সোনাডাঙ্গায় জন্ম পপির। বাবা আমির হোসেন ছিলেন ঠিকাদার, মা মরিয়ম বেগম গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। স্কুলজীবনেই লাক্স–আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন। এরপর শুরু হয় তার ঢাকাই চলচ্চিত্রজগতে পথচলা।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়