দুর্গাপূজায় শিমু দে’র একক গান ‘ভুবন মোহিনী মাগো’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো রবীন্দ্রসংগীতশিল্পী শিমু দে’র একক গান ‘ভুবন মোহিনী মাগো’। গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
শিক্ষক ও সংগীতজ্ঞ হিমাদ্রী শেখরের কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজেই। উল্লেখ্য, ব্যক্তিজীবনে স্বামী-স্ত্রী এই শিল্পী দম্পতি। হিমাদ্রী শেখর শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত বিভাগের শিক্ষক। অন্যদিকে, সংগীতে স্নাতকোত্তর শিমু দে বাংলাদেশ বেতারে সংগীত প্রযোজক হিসেবে কর্মরত।
প্রথমবার নিজেই সংগীত আয়োজন করার অভিজ্ঞতা জানিয়ে শিমু দে বলেন, “জীবনের প্রথম নিজেই সংগীত আয়োজনের চেষ্টা করেছি। পূজার আগে মাতৃবন্দনা আপনাদের কাছে তুলে ধরলাম। এই আয়োজনটি যদি আপনাদের ভালো লাগে, তবেই আমার সার্থকতা।”
নিজের কথা ও সুর নিয়ে হিমাদ্রী শেখর জানান, “পূজা এলেই নতুন কিছু করার ইচ্ছে জাগে। প্রতিবছর শিমুর একটি করে গান দেওয়ার চেষ্টা করি। তবে এবারের গান দিতে একটু দেরি হলো। অনেকদিন ধরেই বাসায় ছোট্ট একটি স্টুডিও সেটআপ করার ইচ্ছা ছিল। অবশেষে সেটি করার পর ভাবলাম, এবার কিছু ভিন্ন হোক। সেই ভাবনা থেকেই গানটি লেখা ও সুর করা।”
শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিমাদ্রী-শিমু দম্পতি জানান, পূজার এই সংগীত আয়োজন সবার ভালো লাগবে বলে তারা আশাবাদী।
ঢাকা/রাহাত