ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫
‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষকে প্রকাশিত হলো বর্তমান সময়ের সংগীতশিল্পী পিজিত মহাজনের নতুন গান ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’। 

গানটির কথা লিখেছেন গীতিকবি শেখ নজরুল। সুর-সংগীতায়োজন, সংগীত নির্দেশনা এবং ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। প্রোডাকশন করেছে পি এম রেকর্ডস। সংগীতায়োজনে ছিলেন ওয়াহেদ শাহীন, মেন্ডোলিন বাজিয়েছেন পাবেল এবং দৃশ্যধারণ করেছেন রাহুল। 

আরো পড়ুন:

গানটির বিশেষত্ব সম্পর্কে পিজিত মহাজন বলেন, “পূজা আসলে নতুন গান ছাড়া কি পূজো জমে! প্রতিবারই আমি বিশেষ একটি সামাজিক বার্তা নিয়ে গান বাঁধার চেষ্টা করি। কখনো সামাজিক বৈষম্য দূর করার কথা, কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক। এবারের বার্তা—আমাদের দেশ ও মাতৃভূমি ভালো নেই, রাজনৈতিক অস্থিরতায় সবাই কষ্টে আছেন। তাই গানের মূল প্রতিপাদ্য ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’।” 

গানটিতে পিজিতের সঙ্গে আরো তিনজন কণ্ঠ দিয়েছেন। তা জানিয়ে এই শিল্পী বলেন, “আমার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিন মেধাবি শিল্পী—পলাশ, অথি ও পিয়া। নৃত্য পরিচালনা করেছেন শ্যামা ও তার টিম।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়