ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘স্বপ্ন বাড়ি’ নিয়ে আসছেন দীপু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
‘স্বপ্ন বাড়ি’ নিয়ে আসছেন দীপু

অভিনয়, উপস্থাপনা আর নির্মাণ—সব ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেন আনিসুর রহমান দীপু। এখন কর্মসূত্রে থাকেন নিউ ইয়র্কে। কিন্তু থেমে নেই সাংস্কৃতিক যাত্রা। সেখান থেকেও নাটক, মিউজিক ভিডিও নির্মাণ আর নিয়মিত উপস্থাপনা করছেন। 

সম্প্রতি রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হয়ে সেই অভিজ্ঞতাকেই পর্দায় আনছেন দীপু। নতুন এই অনুষ্ঠানের নাম ‘স্বপ্ন বাড়ি’। এর পরিকল্পনা, রচনা ও উপস্থাপনা—সবই করছেন দীপু। 

আরো পড়ুন:

টেলিভিশনে দীপুর যাত্রা শুরু হয় ইমদাদুল হক মিলন রচিত জনপ্রিয় ধারাবাহিক ‘যুবরাজ’ দিয়ে। মজার ব্যাপার, নিউ ইয়র্কে পাড়ি জমানোর আগে তার অভিনীত শেষ নাটকটিও মিলনের গল্পে ‘কোন গ্রামের মেয়ে’। সেই নাটকে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তেও নিয়মিত মুখ ছিলেন। দেশে থাকাকালীন অসংখ্য নাটক ও অনুষ্ঠানে তাকে দেখা গেছে। 

‘স্বপ্ন বাড়ি’ প্রসঙ্গে দীপু বলেন, “এটা শুধু প্রচলিত রিয়েল এস্টেট অনুষ্ঠান হবে না। এখানে আলোচনা থাকবে, তবে সঙ্গে আরো নানা দিকও তুলে ধরা হবে। যাতে দর্শকরা সহজভাবে বিষয়গুলো বুঝতে পারেন।” 

দীর্ঘ অভিনয় ও উপস্থাপনার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। দীপুর ভাষায়—“আরটিভির সিইও আশিকুর রহমান এবং প্রযোজক মনোয়ার পাঠান ভাই সবসময় উৎসাহ দিয়েছেন। তাদের অনুপ্রেরণাতেই এই অনুষ্ঠান নিয়ে এগোচ্ছি।” 

খুব শিগগির আরটিভির দর্শকদের সামনে হাজির হবে দীপুর নতুন আয়োজন ‘স্বপ্ন বাড়ি’।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়