ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজ্ঞাপনচিত্রে ফজলুর রহমান বাবু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১ অক্টোবর ২০২৫  
বিজ্ঞাপনচিত্রে ফজলুর রহমান বাবু

চলচ্চিত্র, নাটক ও সংগীত—তিন ক্ষেত্রেই সমান জনপ্রিয়তার আসন গড়েছেন অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে যতবারই পর্দায় এসেছেন, প্রতিবারই দর্শকের কাছে নিজেকে ভিন্নভাবে হাজির করেছেন। নাটক-সিনেমার পাশাপাশি নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও। 

সেই ধারাবাহিকতায় এবার বাবুকে দেখা যাবে নতুন বিজ্ঞাপনচিত্রে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অনিক বিশ্বাস। 

আরো পড়ুন:

অনিক বিশ্বাস বলেন, “বাবু ভাই এমন এক শিল্পী, যিনি যেকোনো মাধ্যমে অভিনয় করলেই আলাদা এক গ্রহণযোগ্যতা তৈরি হয়। এই বিজ্ঞাপনের গল্পে তার উপস্থিতি খুব জরুরি ছিল। দর্শকরা ভিন্ন কিছু উপহার পাবেন।” 

অভিজ্ঞ এই অভিনেতা কাজটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি সব সময় গল্পনির্ভর কাজে আগ্রহী। গত কয়েক বছর ধরে কাজ বাছাইয়ে আরো সচেতন হয়েছি। অনিক যখন বিজ্ঞাপনটির পরিকল্পনা জানায়, বুঝতে পারি তার ভাবনা ভিন্ন। সেই কারণেই আমি কাজটিতে যুক্ত হই।” 

বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই বিজ্ঞাপনচিত্রে বাবুর সঙ্গে অভিনয় করেছেন শিবলী নোমান ও রাফা নাঈম। সম্প্রতি ইজিকো টিভির এই বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। খুব শিগগির বিজ্ঞাপনটি প্রচারিত হবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়