পণ্ডিত চন্নুলাল মারা গেছেন
পণ্ডিত চন্নুলাল মিশ্রা
হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট ব্যক্তিত্ব পণ্ডিত চন্নুলাল মিশ্রা মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন চন্নুলাল মিশ্রা। উত্তরপ্রদেশের মির্জাপুরে তার কন্যার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগে দুই সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।
পণ্ডিত চন্নুলাল মিশ্রা ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। সংগীতের এই ধারাকে ভারতের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য প্রশংসিত হন তিনি। ভারতীয় শিল্প-সংস্কৃতিতে তার অবদানের স্বীকৃতি পেয়েছেন সংগীতপ্রেমী ও সাধারণ মানুষ কাছ থেকেও।
পণ্ডিত চন্নুলাল মিশ্রার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত চন্নুলাল মিশ্রাজির প্রয়াণে গভীর শোকাহত। ভারতীয় শিল্প-সংস্কৃতির সমৃদ্ধির জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। শুধু শাস্ত্রীয় সংগীতকে সাধারণ মানুষের কাছেই পৌঁছে দেননি, বরং ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতেও অমূল্য অবদান রেখেছেন। আমি সৌভাগ্যবান যে তার স্নেহ ও আশীর্বাদ সবসময় পেয়েছি। ২০১৪ সালে বারানসি আসনের জন্য আমার প্রস্তাবকও ছিলেন তিনি। আমি তার পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি।”
পণ্ডিত চন্নুলাল মিশ্রার শেষকৃত্য আজ বিকাল ৫টায় বারানসিতে অনুষ্ঠিত হবে, যেখানে সংগীতপ্রেমী ও পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
পণ্ডিত চন্নুলাল মিশ্রা মৃত্যুকালে পুত্র রামকুমার মিশ্রা (তবলা বাদক) এবং তিন কন্যা রেখে গেছেন।
ঢাকা/শান্ত