ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয় ছেড়ে চাকরির খোঁজে হাসান মাসুদ

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৩০, ৪ অক্টোবর ২০২৫
অভিনয় ছেড়ে চাকরির খোঁজে হাসান মাসুদ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। একসময় সিনেমাতেও অভিনয় করেছেন। তবে হঠাৎ করেই তিনি আড়ালে চলে যান। বর্তমানে আর পর্দায় সেভাবে দেখা যায় না তাকে। 

সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এলেও এবার নতুন কারণে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেতা। জানালেন, অভিনয়ে ফেরার ইচ্ছা নেই; এখন তিনি চাকরি খুঁজছেন। 

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। যে ক্ষেত্রেই হোক না কেন— সাংবাদিকতা, প্রশাসন কিংবা অন্যকিছু। একটা সুযোগ পেলেই চাকরিতে ঢুকে যাব। অভিনয় থেকে একেবারেই হারিয়ে যাব।”

সাংবাদিকতা থেকে অভিনয়ে আসা এই অভিনেতা পুরনো পেশায় ফেরার সম্ভাবনার কথাও জানান। তার ভাষায়, “সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে। তবে সেটা নির্ভর করছে ভালো অফার পাওয়ার ওপর।”

দর্শকদের উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন হাসান মাসুদ। তিনি বলেন, “দর্শকদের কাছে আমার অনুরোধ— সবসময় সৎ থাকবেন, সত্য কথা বলবেন। এখন একটা প্রবণতা খুব বেড়েছে, তা হলো পরকীয়া। আমি চাই আপনারা এ ব্যাপার থেকে বিরত থাকবেন। তাহলেই জীবন অনেক ভালো কাটবে।”

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।
টেলিভিশন নাটকেও রেখেছেন তার শক্ত অবস্থান। ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্রাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’ ইত্যাদি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়