ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনীতি করতে গিয়ে প্রেমে পড়েন তারা!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৭ অক্টোবর ২০২৫  
রাজনীতি করতে গিয়ে প্রেমে পড়েন তারা!

ছাত্র রাজনীতি করতে গিয়ে প্রেমে পড়েন—এটা যেন সিনেমার গল্প! কিন্তু এবার সেটাই ঘটতে যাচ্ছে ছোট পর্দায়। অভিনেতা ইয়াশ রোহান আর নজনীন নীহা নিয়ে আসছেন একদম ক্যাম্পাস ফিল—প্রেম, রাজনীতি আর অনেক দোটানার গল্প। 

‘অবুঝ পাখি’ নামে এই টেলিফিল্মে ইয়াশকে দেখা যাবে ‘সাগর’ নামে এক ছাত্রনেতার চরিত্রে। ব্যানার, পোস্টার, স্লোগান—সবকিছু সামলাতে সামলাতেই একদিন তার জীবনে আসে ‘লিনসা’ (নজনীন নীহা)। তারপর? শুরু হয় প্রেমের রাজনীতি! 

আরো পড়ুন:

প্রেম আর রাজনীতি একসঙ্গে চালিয়ে যাওয়া কখনো সহজ হয় না—এটাই টেলিফিল্মের আসল টুইস্ট। লিনসা চায় বিয়ে, সাগর চায় দলীয় মিটিং! একদিকে প্রেমের দাবি, অন্যদিকে সংগঠনের শপথ—দুটোর মাঝখানে হিমশিম খায় নায়ক! 

রুবেল হাসানের পরিচালনায় এবং মেজবাহ উদ্দীন সুমনের গল্পে নির্মিত এই টেলিফিল্ম দেখাবে, রাজনীতি যতই গম্ভীর হোক—ভালোবাসা তারচেয়েও কম নয়! বুধবার (৮ অক্টোবর) চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্মটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়