ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১ দিন লড়াই করে মারা গেলেন গায়ক রাজবীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:১৩, ৮ অক্টোবর ২০২৫
১১ দিন লড়াই করে মারা গেলেন গায়ক রাজবীর

গায়ক রাজবীর

টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন পাঞ্জাবি গায়ক রাজবীর জাওয়ান্ডা। বুধবার (৮ অক্টোবর) মোহালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তার বয়স হয়েছিল ৩৫ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।  

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ গায়ক রাজবীরকে মৃত ঘোষণা করেন।  

আরো পড়ুন:

গায়ক রাজবীরের মৃত্যুর খবরে শোক প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজত সিং বেইনস। তাতে তিনি লেখেন, “বিখ্যাত গায়ক রাজবীর জাওয়ান্ডার অসময়ে চলে যাওয়ার খবরে গভীরভাবে শোকাহত।” 

গত ২৭ সেপ্টেম্বর মোটরসাইকেল যোগে হিমাচলপ্রদেশের শিমলায় যাচ্ছিলেন সংগীতশিল্পী রাজবীর। হিমাচলপ্রদেশের বাডি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তারপর গুরুতর আহত অবস্থায় গায়ককে মোহালির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।    

তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজবীর। বেশ কিছুদিন ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন গায়ক। দুর্ঘটনার পরে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল। সর্বশেষ পরপারে পাড়ি জমালেন এই শিল্পী।

পাঞ্জাবের লুধিয়ানার জাগরাওনের পোনা গ্রামের বাসিন্দা রাজবীর জাওয়ান্ডা। তার গাওয়া  হিট গানের তালিকা বেশ দীর্ঘ। এ গুলো হলো—তু দিস পেন্ডা, খুশ রেহা কার, সর্দারি, সারনেম, আফরিন, ল্যান্ডলর্ড, ডাউন টু আর্থ, কাঙ্গানি প্রভৃতি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়